গাজায় চলমান নির্মমতার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি প্রশ্ন তোলেন, ‘নেতানিয়াহু রাতে কীভাবে ঘুমান? আমার বোধগম্য নয়, কারণ গণহত্যার মুখে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য চালতে পারে না।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এই বক্তব্যে মার্টিন গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে হবে, সব বন্দিকে মুক্তি দিতে হবে এবং মানবিক সহায়তা ও কর্মীদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে।’
মার্টিনের এই বক্তব্যের সময় সাধারণ পরিষদ কক্ষে উপস্থিত প্রতিনিধিরা ফিলিস্তিনের সমর্থনে বারবার হাততালি ও অভিবাদন জানান।
তিনি আরও বলেন, ‘যে দেশগুলো এ সংকটে প্রভাব রাখতে পারে, তাদের জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা সবাই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছি।’
ভাষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশগুলোকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আমরা সবাই এ মানবিক সংকট থামাতে দায়িত্বশীল।’ এর আগে একই অধিবেশনে ভাষণ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইসরাইলকে গাজায় তাদের কাজ—হামাসকে নির্মূল ও গাজা দখল—যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।’ সেইসঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কটাক্ষ করেন।
জবাবে মার্টিন উল্লেখ করেন, ‘এই সপ্তাহেই ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য দেশ নিঃশর্তভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।’
এবি/টিকে