চলতি মাসের ১৭ তারিখ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এক নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো তৃতীয় দেশ দ্বারা হামলার শিকার হলে তা উভয় দেশের উপর হামলা বলে বিবেচিত হবে।
এই চুক্তির পর জোর গুঞ্জন রটে পাকিস্তান সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে। তবে এই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি এ ব্যাপারে বলেছেন, আমরা দায়িত্বশীল।
এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, সম্প্রতি কাতারে ইসরায়লের হামলার প্রতিক্রিয়া হিসেবে এমন চুক্তি সম্পাদনা কিনা। জবাবে খাজা আসিফ বলেন, এই চুক্তি কাতারে ইসরায়েলের হামলার সঙ্গে সম্পর্কিত নয়। বরং বহুদিন ধরেই এর আলোচনা চলছিল।
সৌদি আরব পাকিস্তানের পরমাণু অস্ত্র দ্বারা সুরক্ষিত কিনা এমন প্রশ্নের জবাবে খাজা বলেন, সৌদির সঙ্গে আমাদের অনেক পুরোনো সামরিক সম্পর্ক রয়েছে। একটা সময় আমাদের পাঁচ ছয় হাজার সেনা সেখানে ছিল। সৌদিতে আমাদের সামরিক উপস্থিতি রয়েছে। এ ব্যাপারে তিনি আর বিস্তারিত বলতে রাজি হননি।
ইএ/টিকে