চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। রোববার জিলিন প্রদেশের একটি আদালতে এই রায় ঘোষণা করা হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, তাং রেনজিয়ান ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পদে থাকাকালীন নগদ অর্থ ও সম্পত্তিসহ ২৬৮ মিলিয়ন ইউয়ানের (৩৭.৬ মিলিয়ন ডলার) বেশি ঘুষ গ্রহণ করেছেন।
চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তার অপরাধ স্বীকার করার বিষয়টি উল্লেখ করে দুই বছরের জন্য মৃত্যুদণ্ড স্থগিত করেছে।
চীনের কমিউনিস্ট পার্টি তাং রেনজিয়ানকে তার পদ থেকে অপসারণ এবং দুর্নীতি দমন সংস্থার অধীনে তদন্তে রাখার ছয় মাস পর, ২০২৪ সালের নভেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করে।
তাং রেনজিয়ানের বিরুদ্ধে তদন্ত অস্বাভাবিক দ্রুততার সাথে সম্পন্ন হয়, যা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহে-এর বিরুদ্ধে পরিচালিত তদন্তের অনুরূপ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সাল থেকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা যন্ত্রে শুদ্ধি অভিযান শুরু করেন। পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকরা যেন "সম্পূর্ণ অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সম্পূর্ণ নির্ভরযোগ্য" হন, তা নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য।
সরকারি জীবনী অনুসারে, তাং রেনজিয়ান কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর ছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, দুর্নীতি চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং এটি এখনও বেড়েই চলেছে।
সূত্র: রয়টার্স
এমকে/এসএন