তারকাদের পুরনো প্রেমের গল্প আর গুঞ্জন যেন সময়ের সঙ্গে আরো বেশি রসালো হয়ে ওঠে। বিশেষ করে যদি সেই গল্পের কেন্দ্রে থাকেন বলিউডের দুই সুন্দরী বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফ, আর মাঝখানে থাকেন হ্যান্ডসাম জন আব্রাহাম, তাহলে তো কথাই নেই।
সালটা তখন ২০০৮। বিপাশা বসু এবং জন আব্রাহামের দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন ধরেছে।
ঠিক সেই সময়েই বলিউডের অন্দরে গুঞ্জন শুরু হয় যে, বিপাশাকে ছেড়ে জন নাকি ক্যাটরিনা কাইফের প্রেমে মত্ত। অন্যদিকে, সালমান খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার জীবনেও নাকি নতুন সঙ্গী হিসেবে এসেছেন জন।
শোনা যায়, ‘নিউ ইয়র্ক’ ছবির শুটিংয়ের সময় থেকেই জন ও ক্যাটরিনার মধ্যে মন দেওয়া-নেওয়া শুরু হয়েছিল।
জন ও ক্যাটরিনার প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক সেই সময় জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হন বিপাশা বসু।
করণের সঙ্গে কথা বলার সময় যখন জন ও ক্যাটরিনার প্রেমের প্রসঙ্গ ওঠে, তখন বিপাশা এই বিষয়টি অত্যন্ত কৌশলে এড়িয়ে যান, কিন্তু ক্যাটরিনার প্রতি তার শীতল মনোভাব স্পষ্ট করে দেন।
বিপাশা বলেছিলেন, ‘ক্যাটরিনা আমার থেকে জুনিয়র। জুনিয়রদের শুধুই শুভেচ্ছা জানাতে চাই। আমার আর তেমন কিছু বলার নেই।
ক্যাটরিনা যেটা করছে, হয়তো ভালোই করছে। আমি যা করেছি বা করছি, সেটা আমার জন্য ভালো।’
বিপাশার এই মন্তব্য থেকেই বোঝা গিয়েছিল, জন আব্রাহমকে তিনি এড়িয়ে গেলেও, ক্যাটরিনা কাইফকে তিনি যে খুব একটা সহজভাবে নিচ্ছেন না, তা স্পষ্ট করে দিতে চেয়েছেন।
এমকে/এসএন