যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পকে ‘বর্ণবাদী, লিঙ্গবৈষম্যকারী, নারী ও ইসলামবিদ্বেষী’ বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় ট্রাম্প লন্ডনের মেয়রকে কড়া ভাষায় সমালোচনা করেন। এরপর গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, “লন্ডনে একজন অত্যন্ত খারাপ মেয়র আছেন। শহরটি এখন অনেক বদলে গেছে এবং তারা শরিয়াহ আইন চালু করতে চায়।”
এর প্রেক্ষিতে সাদিক খান ট্রাম্পের তোপের জবাব দেন। তিনি বিবিসিকে বলেন, “মানুষ অবাক হন কেন ট্রাম্প আমার মতো একজন মুসলিম মেয়রের দিকে এত মনোযোগ দিচ্ছেন। আমি এমন একটি উদার, বহুসংস্কৃতির, প্রগতিশীল ও সফল শহর পরিচালনা করছি।”
সাদিক খানের যুক্তি, ট্রাম্প যদি সত্যিই মনে করেন তিনি ‘খারাপ মেয়র’, তাহলে কেন লন্ডনে রেকর্ডসংখ্যক মার্কিন পর্যটক আসছেন? তিনি আরও উল্লেখ করেন, সাংস্কৃতিক দিক থেকে লন্ডন প্রায়ই বিশ্বের শীর্ষ শহর হিসেবে বিবেচিত হয়।
এ বিষয়ে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী প্যাট মক্ফ্যাডনও সাদিক খানের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ট্রাম্প ও খান এর মধ্যকার বিবাদ কয়েক বছর ধরে চলছে। ট্রাম্পের শরিয়াহ আইন চালুর মন্তব্যের জবাবে মক্ফ্যাডন বলেন, যুক্তরাজ্যে শুধুমাত্র ব্রিটিশ আইনই প্রযোজ্য।
এমকে/এসএন