শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের অবকাশে ভ্রমণপ্রেমীদের ঢল সামলাতে ঢাকা–কক্সবাজার রুটে চালু হচ্ছে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ইতোমধ্যেই অনলাইনে বিক্রি শেষ হয়ে গেছে সব টিকিট।
তবে রেলওয়ে সূত্র বলছে, চাহিদা বিবেচনায় এই ট্রেনগুলোর যাত্রার একদিন আগে এক্সট্রা বগি সংযোজন করা হতে পারে এবং টিকেট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রথম বিশেষ ট্রেনটি ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছাড়বে এবং ১ অক্টোবর ভোর ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি ১ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছাড়বে এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাত সাড়ে ১০টায় আবার ঢাকা থেকে আরেকটি ট্রেন ছাড়বে, যা ২ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছাবে।
২ অক্টোবর এই ট্রেন চলাচল করবে না, পরদিন ৩ অক্টোবর রাত সাড়ে ১০টায় আবার ঢাকা থেকে আরেকটি ট্রেন ছাড়বে, যা ৪ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছাবে এবং সেদিন সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে গিয়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে।
প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়।
পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে ট্রেন। তাই যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তঃনগরের মতো সব ধরনের সুযোগ–সুবিধা থাকবে। যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
প্রসঙ্গত, এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অফিস–আদালত টানা ৪ দিন বন্ধ থাকবে। লম্বা ছুটিতে ভ্রমণপিপাসুদের চাপ সামাল দিতে শুধু ঢাকা–কক্সবাজার নয়, ঢাকা–চট্টগ্রাম রুটেও বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে।
এমকে/এসএন