বগুড়া সদরে রেসিং করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অপর আরেকটি মোটরসাইকেলে থাকা দুজন একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতরা হলেন: বগুড়ার শিবগঞ্জের দেউলী গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আদিব হাসান (১৮) ও মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। তারা বগুড়া শহরের ফকরি উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, মহাসড়কে চারটি মোটরসাইকেল রেসিং করে মাটিডালি দিক থেকে মহাস্থানগড় দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল অপরটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে সজোরে আঘাত করে। এতে মোটরসাইকেলের অরোহী দুজন আদিব ও জিহাদ কয়েকশ গজ দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷