সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, “সংখ্যালঘু শব্দই থাকা উচিত নয়। রাষ্ট্রের মালিক সবাই। এদেশে মুসলমান-হিন্দু সবার অধিকার সমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) শাল্লা উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির বলেন, “দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শত বছরের। এর মতো দৃষ্টান্ত সারা বাংলাদেশে বিরল। এখানে হিন্দু-মুসলমানরা মিলেমিশে চলেন, সুখ-দুঃখ ভাগাভাগি করেন। এই মিলনবন্ধন অটুট রাখা আমাদের দায়িত্ব।
তিনি আরও যোগ করেন, এদেশে মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা স্বাধীন, আপনিও স্বাধীন। এদেশে কারও অধিকার খর্ব করা যাবে না।
দিনভর তিনি শাল্লা উপজেলার প্রায় ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্ত-পুরোহিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৩০০টি শাড়ি বিতরণ করা হয়।
এসএন