৬৪ পেরিয়ে ৬৫ বসন্তে পা রাখলেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। অনেকটা বসন্ত পার হলেও এখনো ‘ভাই’ শব্দতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেতা।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কচি খন্দকার জানিয়েছেন, একসময় ‘চাচা’ ডাক শুনলেও এখন ‘ভাই’ ডাকই বেশি শুনতে পান। শুধু তা-ই নয়, তার বন্ধুর ছেলেরাও নাকি অনেক সময় তাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।
এই অভিনেতা বললেন, ‘আমার বন্ধুর ছেলেরাও আমাকে ভাই বলে, এমন বহু ঘটনা ঘটেছে।’
কচি খন্দকারের ভাষ্যে, ‘আসলে বয়স শুধুই একটি সংখ্যা। জীবনে আপনাকে ভালো থাকতে হবে। আমি এত কিছু ভাবি না।
ভালো থাকার চেষ্টায় থাকি। সেখানে ভাই বা চাচাতে কী আসে যায়।’
তিনি বলেন, “আমার কাছের বন্ধুদের সঙ্গে নিয়মিত দেখা হয়, কথা হয়। তাদের সঙ্গে এক রকম সখ্য।
আবার যারা একটু দূরে থাকেন, বা বহুদিন দেখা হয় না, তাদের সঙ্গে আরেক রকম। তাদের ছেলেমেয়ের কাছে আমি ভাই। দেখা গেল, বন্ধুর ও তার ছেলের সঙ্গে দেখা হলো। বন্ধুটি কিছুটা দূরে গেল। তখন বন্ধুর ছেলে বলছে, ‘ভাই বসেন।
’ বন্ধুর ছেলেরা আমাকে ভাই বলে, এমন বহু ঘটনা ঘটেছে। দর্শকরা একই কথা বলেন। আমি আসলে এখনো দর্শকদের কাছে কচি ভাই।”
১৯৬৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন কচি খন্দকার। টেলিভিশনে দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। তবে মঞ্চে কাজের অভিজ্ঞতা আরো আগের।
১৯৭৯ সালে তিনি মঞ্চনাটক লেখা ও নির্দেশনা দেওয়া শুরু করেন। তার থিয়েটারের নাম ছিল অনন্যা নাট্যদল। নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন। তার ইচ্ছা ছিল চলচ্চিত্র বানানোর। এখন সেদিকেই হাঁটছেন।
বর্তমানে তার নির্মিত ও অভিনীত ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিক প্রচার হচ্ছে।
এমকে/এসএন