বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ঐক্যই গণতন্ত্র রক্ষার মূল শক্তি। কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান কিংবা ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রুখতে পারবে না।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবনে দুর্গাপূজার প্রথমদিন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি সঞ্চয় করছে। তারা চায় না এদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তবে জনগণ গণতন্ত্রে বিশ্বাসী, তাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে এসব ষড়যন্ত্র ভেসে যাবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাধীনতা রক্ষা করতে হলে গণতন্ত্রকে সুসংহত করা ছাড়া কোনো বিকল্প নেই। সরকারের সদিচ্ছা আর জনগণের দৃঢ় অবস্থান থাকলে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত পরাজিত হবেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দুর্গাপূজা এখন আর শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা সবার দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সালাহ উদ্দিন বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, তেগারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ জমিদার, সাধারণ সম্পাদক হাজি সামিউল্লাহ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল সভাপতি পাভেল মোল্লাসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এবি/টিএ