তাহলে কি গ্রেপ্তার হতে যাচ্ছেন থালাপতি বিজয়?

তামিল সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজাগম’ (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে মর্মান্তিক এই দুর্ঘটনার দায় কার, কাদেরকে অভিযুক্ত করা হবে অথবা দলের প্রধান বিজয়কে গ্রেপ্তার করা হবে কি না?

তবে জানা গেছে, ঘটনার দায়েরকৃত মামলার এফআইআরে বিজয়ের নাম অন্তর্ভুক্ত হয়নি। বরং অভিযুক্ত করা হয়েছে দলটির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের। রাজনৈতিক মহলের মতে, শাসকদল ডিএমকে সতর্কতার সঙ্গে কৌশল অবলম্বন করছে, কারণ বিজয়ের বিপুল জনপ্রিয়তা যে কোনো হঠকারী পদক্ষেপকে উল্টো ফল বয়ে আনতে পারে।

শনিবার রাতেই করুর টাউন থানায় মামলা হয় টিভিকে-র করুর পশ্চিম জেলার সম্পাদক ভি পি মথিয়াঝাগনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা হয়েছে অবহেলায় প্রাণহানি, জননিরাপত্তা বিপন্ন করা, সরকারি নির্দেশ অমান্যসহ একাধিক গুরুতর অভিযোগ। পরের দিন মামলায় যুক্ত করা হয় রাজ্য সাধারণ সম্পাদক এন আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিটিআর নির্মলকুমারের নামও। তবে বিজয় কিংবা তার ঘনিষ্ঠ সহযোগী আদাভ অর্জুনার নাম এফআইআরে রাখা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে অন্যদের নামও যুক্ত করা হতে পারে।

পর্যবেক্ষকদের মতে, তামিল সুপারস্টার বিজয়কে সরাসরি এফআইআরে অন্তর্ভুক্ত করা বা গ্রেপ্তার করলে তা সাধারণ মানুষের মনে সহানুভূতির ঢেউ তুলতে পারে। এ সুযোগে বিজয়ের দল রাজনৈতিক সুবিধা নিতে পারে— এমন আশঙ্কা থেকেই ডিএমকে সতর্ক অবস্থান নিয়েছে।

সরকার ইতোমধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি অরুণা জগদেসানকে প্রধান করে একক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছে। পাশাপাশি, সোমবার থেকে মাদ্রাজ হাইকোর্টে স্বপ্রণোদিত শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘটনার পরপরই বিজয় দ্রুত করুর ছেড়ে যান এবং রোববার এক বিবৃতিতে নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি ঘোষণা দেন, নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেবেন। তার ভাষায়, “এ ক্ষতি কোনো অর্থে পূরণযোগ্য নয়। তবে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।”

তবে ঘটনাস্থলে ফিরে না যাওয়া এবং প্রত্যক্ষভাবে ভুক্তভোগীদের সঙ্গে দেখা না করায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

টিভিকে নেতারা ইতোমধ্যে সিবিআই বা বিশেষ তদন্ত টিম গঠনের দাবি তুলেছেন। পাশাপাশি, মাদ্রাজ হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছে, যার মধ্যে কিছুতে স্বতঃপ্রণোদিত মামলা করার অনুরোধ করা হয়েছে। রোববার বিকেলে একটি শুনানি তালিকাভুক্ত হলেও পরে তা স্থগিত করা হয়। সোমবার মাদুরাই বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

ঘটনায় কংগ্রেস, বিজেপি ও আঞ্চলিক দলগুলোর নেতাদের প্রতিক্রিয়া এসেছে। বিদুতলাই চিরুথাইগাল কাচ্চির নেতা থোল থিরুমাভালাভান বলেছেন, “মানুষ রাজনীতিককে নয়, চলচ্চিত্র তারকাকে দেখতে ভিড় করেছিল। সিনেমার প্রতি এই অন্ধ মোহ এখন বেদনাদায়ক।”

অভিনেতা-রাজনীতিক কমল হাসান এটিকে ‘হৃদয়বিদারক’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রন নিহতদের পরিবারকে সাহায্য করতে স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন এবং সরকারকে দায়ী করেছেন।

রোববার সন্ধ্যায় বিচারপতি জগদেসান ঘটনাস্থল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কমিশনকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সব মিলিয়ে, করুরের মর্মান্তিক পদদলিত ঘটনায় দায়-দায়িত্ব ও রাজনৈতিক কৌশল ঘিরে উত্তাপ ছড়ালেও ডিএমকে সরকার আপাতত সরাসরি বিজয়কে আঘাত না করে আদালত ও তদন্ত কমিশনের ওপর ভরসা করছে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার টন গম Sep 29, 2025
img
দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে : রিজভী Sep 29, 2025
রণবীর কাপুরের ৪৩তম জন্মদিনে চুমুর ঝড়! Sep 29, 2025
লুক বদলেই বাজিমাত, রাজকীয় সৌন্দর্যে ঝলমল পরীমণি Sep 29, 2025
ইসলামী প্রতিরক্ষা জোট গঠনের ইঙ্গিত দিলো ইরান | Sep 29, 2025
সরকারি ছুটির দিন কমছে, নতুন সিদ্ধান্ত Sep 29, 2025
আতশবাজির বর্ণিল আলোয় আলোকিত সিউলের আকাশ Sep 29, 2025
img
ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক আজ Sep 29, 2025
img
ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি : মির্জা ফখরুল Sep 29, 2025
img
সরকারের দুর্বলতায় আ. লীগের মিছিল বড় হচ্ছে : রাশেদ খান Sep 29, 2025
img
বাংলাদেশকে তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি Sep 29, 2025
img
আফগানিস্তান সিরিজের আগে ভিসা জটিলতায় সৌম্য Sep 29, 2025
img
বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরবে : ড. খন্দকার মারুফ Sep 29, 2025
img
কূটনীতি থেকে সংস্কৃতি ও ক্রীড়া, বিশ্বমঞ্চে একঘরে হয়ে পড়ছে নেতানিয়াহুর দেশ Sep 29, 2025
img
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পপির সিনেমা Sep 29, 2025
img
৪৮তম বিসিএসের ২১ জনের সুপারিশ স্থগিত ও ২ জনের বাতিল Sep 29, 2025
img
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ Sep 29, 2025
img
‘রাজনীতি নিষিদ্ধ’ তবুও চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি Sep 29, 2025
সুন্দরভাবে কথা বলার উপায় | ইসলামিক টিপস Sep 29, 2025
img
অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি : সারজিস আলম Sep 29, 2025