ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে এখনও শোকের আবহ কাটেনি। গত ১৯ সেপ্টেম্বর এই গুণী শিল্পীর মৃত্যুর পর দেশটির বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। কিন্তু এই শোকের আবহের মধ্যেই একটি অপ্রত্যাশিত ঘটনা কৌতূহলের জন্ম দিয়েছে।
শিল্পীর গুয়াহাটির বাড়িতে শোক জানাতে হাজির হলেন ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের শিল্পপতি গৌতম আদানি ও তার ছেলে জিত আদানি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গৌতম আদানি ও তার ছেলে জিত আদানি জুবিন গর্গের বাড়িতে যান। সেখানে তারা প্রয়াত শিল্পীর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের সঙ্গে দেখা করেন। অসমের সাংস্কৃতিক অঙ্গনে জুবিন ছিলেন এক জীবন্ত কিংবদন্তী।
তার এমন অকাল প্রয়াণে শোক ও সমবেদনা জানান গৌতম আদানি ও জিত আদানি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শিল্পপতির আগমন ছিল একেবারেই ব্যক্তিগত। রাত আনুমানিক ৯টার দিকে তারা জুবিনের বাড়িতে পৌঁছান এবং সেখানে প্রায় আধ ঘণ্টা সময় কাটান।
তারা গরিমা সাইকিয়া গর্গ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গৌতম আদানি এবং তার ছেলে অসমের এই সাংস্কৃতিক আইকনের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাতে এসেছিলেন।
এবি/টিএ