বলিউডের খ্যাতনামা নির্মাতা মহেশ ভাট সবসময় খোলামেলা ব্যক্তিজীবনের জন্য আলোচনায় থাকেন। এবারও ব্যতিক্রম ঘটল না। এক সাক্ষাৎকারে তিনি ফিরে গেলেন নিজের শৈশব ও পারিবারিক ইতিহাসে। তিনি স্মৃতিচারণ করলেন— ভিন্ন ধর্মের বাবা-মায়ের বিয়ে, জীবনের নানা অভিজ্ঞতা এবং নিজের তিন মেয়ে পূজা, শাহিন ও আলিয়ার সাফল্যের কথা।
পূজা নব্বইয়ের দশকে বলিউডের সফল অভিনেত্রী ছিলেন, শাহিন নিজেকে পরিচিত করেছেন লেখিকা হিসেবে আর আলিয়া বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় তারকা। তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন প্রজন্মের সদস্য রাহা— আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা।
মহেশ ভাট বিশ্বাস করেন, প্রতিটি প্রজন্ম আগের প্রজন্মকে ছাড়িয়ে এগিয়ে যায়।
তাই যেমন তিনি আলিয়ার অর্জনে গর্বিত, তেমনি দৃঢ় বিশ্বাস রাখেন যে রাহা একদিন তার মা আলিয়া এবং বাবা রণবীরকেও ছাপিয়ে যাবে।
তার ভাষায়, ছোট্ট রাহার মধ্যেই এখন থেকে এক অনন্য জীবনীশক্তি ও অসাধারণ উদ্যম দেখা যাচ্ছে। আর সেই সম্ভাবনাকেই তিনি বলিউডের আগামী দিনের উজ্জ্বল ভরসা হিসেবে দেখছেন। মহেশ ভাটের এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই বলিউড মহলে জোর আলোচনার জন্ম দিয়েছে।
ইউটি/টিএ