চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ কারণে অনেকে ধারণা করছেন, তিনি নাকি আর দেশে ফিরবেন না এবং সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন। তবে বাপ্পী স্পষ্ট জানালেন, এ খবর সত্য নয়।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই অনেকে বলছেন আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য না। পারিবারিক ব্যবসায়িক কাজেই এখানে এসেছি। আগামী মাসেই দেশে ফিরবো।’
‘বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই’ উল্লেখ করে বাপ্পী আরও বলেন, ‘অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরবো না। দেশে ফিরলেই সব মিটে যাবে।’
সিনেমায় নিজের অবস্থান প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘অনেকদিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’
এই প্রথম দুর্গাপূজায় দেশের বাইরে আছেন তিনি। পরিবারকে মিস করছেন জানিয়ে বলেন, ‘দেশে থাকলে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটি আমন্ত্রণ রয়েছে, সেখানে থাকবো।’
২০১২ সালে অভিষেকের পর কয়েকটি হিট সিনেমা উপহার দেন বাপ্পী। তবে গত দুই বছর ধরে আড়ালে আছেন বাপ্পী।
এসএন