পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সংশ্লিষ্টতা সন্দেহে আমরা এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত আইন-শৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘আরো তিন মাস আগে সাভার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
যিনি ওমরাহ করতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি পাকিস্তান যান এবং তার পাকিস্তানি এক বন্ধু টিটিপিতে যুক্ত হয়ে যুদ্ধে অংশ নিতে বলেন।
তবে তার দাবি তিনি যুদ্ধে অংশ না নিয়ে দেশে ফেরত চলে আসেন।’
আইজিপি বলেন, ‘কিন্তু আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে, সাভার থেকে গ্রেপ্তার ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মাধ্যমে অন্য সহযোদ্ধা আছে কি না তা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) তদন্ত করছে।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি পত্রিকায় দেখলাম ফয়সাল নামে আরো একজন আগেই গিয়েছিলেন এবং তিনি নিহত হয়েছেন। আর একজন নিহতের কথা মাঝে শুনেছি তিনি টিটিপির হয়ে সেখানে ড্রোন অপারেট করতেন। জানা গেছে তিনি বাংলাদেশি। কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’
সম্প্রতি টিটিপির সমর্থনে ফয়সাল হোসেন (২২) নামের একজন বাংলাদেশি নিহতের খবর প্রচার হয়েছে। গত এক বছরে এমন চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।
এমআর/টিকে