জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত সম্মেলন শেষে রোহিঙ্গা নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় তারা রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসাও করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাত দফা সুপারিশ উপস্থাপন করেন।
এমকে/এসএন