মিরপুর আন্ত:জেলা ও নগর বাস টার্মিনালের (গাবতলী) দোকান, টিকিট কাউন্টার ও অন্যান্য স্থাপনার নতুন ভাড়া নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার (১ অক্টোবর) নতুন ভাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ শওকত ওসমান। তিনি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে আজ থেকে নতুন ভাড়া কার্যকর করেছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গাবতলী বাস টার্মিনালের দোকান, টিকিট কাউন্টার ও অন্যান্য স্থাপনার যে নতুন মাসিক ভাড়া নির্ধারণ করেছে, তা নিচে তুলে ধরা হলো—
টিকিট কাউন্টার : ২১৫টি টিকিট কাউন্টার : প্রতিটির ভাড়া ১,৩২০ টাকা।
দোকান (মাসিক ভাড়া) : ১৭টি স্থায়ী দোকান : প্রতিটির ভাড়া ১,১৭০ টাকা।
১৬টি অস্থায়ী দোকানের ভিন্ন ভিন্ন ভাড়া : এগুলোর ভাড়া সর্বনিম্ন ২ হাজার ৫৭৪ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৬ হাজার ৯৮৮ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নির্দিষ্ট কিছু দোকানের ভাড়া হলো ৪,২৯০ টাকা, ১৯,৫০০ টাকা, ১৪,৮২০ টাকা, ১২,৪৮০ টাকা, ৭,৮০০ টাকা, ৯,৩৬০ টাকা, ৬,১৬২ টাকা, ৯,৮২৮ টাকা, ৯,৮২৮ টাকা, ৭,৮০০ টাকা, ৭,৮০০ টাকা, ৭,৮০০ টাকা, ৭,৮০০ টাকা, ২৬,৯৮৮ টাকা, ২,৫৭৪ টাকা এবং ১৪,০৭৯ টাকা)
অন্যান্য : গাড়ি ধৌতকরণ র্যাম্প, মাসিক ভাড়া ৭,৮০০ টাকা।
এমকে/এসএন