দুর্দান্ত ফর্মের আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া বার্সা, প্রতিক্রিয়ায় তার মন্তব্য

ম্যানচেস্টার সিটিতে গেমটাইম কম পান বলে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। তাদের হয়ে ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল হলেও অবশ্য গত মৌসুমটা তিনি শিরোপাহীন কাটিয়েছেন। নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত ফর্মে জিতিয়ে চলছেন দিয়েগো সিমিওনের দলকে। গত তিন ম্যাচে এই আর্জেন্টাইন তারকা ৬ গোল করেছেন। একই সময়ে তাকে পেতে মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, ম্যানসিটি ছেড়ে আসা আলভারেজের সঙ্গে অ্যাতলেটিকোর চুক্তিটা ২০৩০ সাল পর্যন্ত। একইসঙ্গে স্প্যানিশ ক্লাবটি তার রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো নির্ধারণ করে দিয়েছে। বার্সেলোনা মনে করছে অ্যাতলেটিকো সেটি (ক্লজ) কাজে লাগিয়ে চাপ তৈরি করবে এবং তারা ২০০ মিলিয়ন ইউরো’র নিচে আলোচনায় বসতে অনিচ্ছুক। তবে কাতালানদের বিশ্বাস– আলভারেজের ব্যক্তিগত চাওয়া বড় ইস্যু হবে না। কারণ তিনি জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির দ্বারা প্রভাবিত হয়ে বার্সার আজীবনের ভক্ত।

এদিকে, পোলিশ তারকা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কির বিকল্প হিসেবেই মূলত আলভারেজকে নেওয়ার পরিকল্পনা করছে বার্সেলোনা। তাকে ছেড়ে দিলে যে অর্থনৈতিক অঙ্ক বাঁচবে, সেটিকে কাজে লাগিয়ে আলভারেজকে কেনা কিংবা লা লিগার ব্যয় নীতিমালা মানা সম্ভব বলে তারা মনে করছে। অ্যাতলেটিকোয় দারুণ ফর্মে থাকলেও, সম্প্রতি তাকে বদলি হিসেবে উঠিয়ে নেওয়া নিয়ে কোচ সিমিওনের প্রতি কিছুটা ক্ষুব্ধ দেখা গেছে এই আলবিসেলেস্তে তারকাকে। যদিও কোচের সঙ্গে বিরোধ নেই জানিয়ে আলভারেজ সব আলোচনা থামিয়ে দিয়েছেন।

আবার অ্যাতলেটিকো তারকাকে পেতে বার্সেলোনার ক্রমবর্ধমান আগ্রহ নিয়ে সংবাদমাধ্যম ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন তিনি। আলভারেজ বলেন, ‘আমি বেশ শান্ত স্বভাবের। এমন কথা সবসময়ই হয়। গত বছরও অনেক কথা বলা হচ্ছিল, তবে সত্যি কথা হচ্ছে মাত্রই নতুন মৌসুম শুরু হলো এবং আমি দিন দিন উন্নতির দিকেই মনোযোগ দিচ্ছি। আমি আমার ক্লাবের হয়ে জিততে চাই, এখানকার সতীর্থদের সঙ্গে ভালো কিছু পেতে চাই। আমার মনে এসবই চলছে। এর বাইরে যা কথা হচ্ছে আমি সেসবের বাইরে।’

এই মুহূর্তে ক্লাব পরিবর্তন নিয়েও ভাবছেন না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘বর্তমানে আমার মনোযোগ চলমান মৌসুম এবং আসন্ন বিশ্বকাপের দিকে। যদিও বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। খেলোয়াড় হিসেবে আপনাকে অপেক্ষা করতেই হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ওই মুহুর্ত আসার আগপর্যন্ত প্রতিটি ম্যাচ অনুযায়ী ক্রমান্বয়ে ভাবতে হবে, পদে পদে উন্নতি করতে হবে।’



গতকাল (মঙ্গলবার) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো। যেখানে জোড়া অ্যাসিস্ট ও একটি গোল করেছেন আলভারেজ। সবমিলিয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে জার্মান ক্লাবটিকে উড়িয়ে দেয় সিমিওনের দল। এর আগে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন আলভারেজ। তারও আগের ম্যাচে লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেন। সেদিন ৩-২ গোলে জেতে অ্যাতলেটিকো।

আইকে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জুবিন গার্গের গাওয়া গান আমাকে ফেমাস করেছে: অনন্ত জলিল Oct 01, 2025
img
‘সাইয়ারা’ ছবির পর কে হচ্ছেন আহানের নায়িকা Oct 01, 2025
img

শেষ মুহূর্তে এ কাজ করেন নেতানিয়াহু

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো Oct 01, 2025
img
ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলো ভারতের আদালত Oct 01, 2025
img
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ২০০ Oct 01, 2025
img

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

হুমকির প্রভাবেই এশিয়া কাপ ট্রফি আমিরাত বোর্ডের হাতে দিলেন নাকভি Oct 01, 2025
img
আবারও মা হতে চলেছেন সোনম কাপুর! Oct 01, 2025
img
এরকম নন সিরিয়াস গভর্মেন্ট জীবনেও দেখিনি: মাসুদ কামাল Oct 01, 2025
img
দুর্গোৎসব এখন বাঙালির প্রাণের উৎসব : উপদেষ্টা ফারুক-ই-আজম Oct 01, 2025
img
আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সাইফের বড় লাফ, রিশাদের উন্নতি Oct 01, 2025
img
অনুপ্রবেশকারীদের জন্য নিরাপত্তার ঝুঁকিতে দেশ: মোদি Oct 01, 2025
img
বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাওয়ার খবর মিথ্যা, দাবি নাকভির Oct 01, 2025
img
সাবেক শিল্পমন্ত্রীর হাতে হাতকড়া পরা ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব Oct 01, 2025
img
আবারও ঢাকায় মঞ্চ মাতাবেন আলি আজমত Oct 01, 2025
img
‘অপরাধীদের জামিন’ প্রসঙ্গে বক্তব্যটি আইজিপির নয়, দাবি পুলিশ সদর দপ্তরের Oct 01, 2025
img
পিআর পদ্ধতিসহ ৫ দাবি আদায়ে ফের কর্মসূচি দিল ইসলামী আন্দোলন Oct 01, 2025
img
মহাসড়কে ভোগান্তি: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে সাড়ে ৬ ঘণ্টার যানজট Oct 01, 2025
img
বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের তারেক রহমানের শুভেচ্ছা Oct 01, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Oct 01, 2025
img
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর Oct 01, 2025