চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ডের মতো জায়ান্টরা। তবে সবার নজর থাকবে সম্ভবত কাতালোনিয়ায়। রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে মঞ্চস্থ হবে বার্সা-পিএসজি মহারণ। রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে ফেরার সুখস্মৃতিকে সঙ্গী করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে কাতালানরা।
সর্বশেষ দুই সফরে বার্সার মাঠে জয়োৎসব করেছিল পিএসজি। হ্যাটট্রিক জয়ের স্বপ্ন বুকে লালন করে এবার কাতালোনিয়ায় যাচ্ছে লুই এনরিকের দল। দারুণ ছন্দে থাকা বার্সা সমর্থকদের জন্য স্বস্তির খবর হচ্ছে, মহাদেশীয় আসরে নিজ মাঠে তাদের টানা তিন হারের নজির নেই। পিএসজি কি পারবে ইতিহাস বদলে দিয়ে বার্সার মাঠে আরেকটি অসাধারণ জয়ের কাব্য লিখতে? সাম্প্রতিক রেকর্ড অনুকূলে না থাকলেও রাতের মহারণে নিজেদের ফেভারিট মানছেন বার্সা মিডফিল্ডার পেদ্রি।
তাঁর কণ্ঠে প্রতিশোধের স্পৃহা, ‘পিএসজি বিশ্বের অন্যতম সেরা দল, আমরাও সেরা। তা ছাড়া প্রতিশোধ বিষয়টা সব সময় আছে ফুটবলে। আমরাও তেমনটা চাই।’
এবারের মিশনে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেকে ছাড়াই নামতে হচ্ছে পিএসজিকে।
দিজেরে দুয়ে, মার্কিনিওসদের সঙ্গে চোটে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ নাম উঠিয়েছেন খভিচা ভারাতস্কেলিয়াও। চোট নিয়ে দুর্ভাবনা আছে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকেরও। তবে পিএসজিকে আতিথ্য দেওয়ার আগে লামিন ইয়ামালের মাঠে ফেরার দারুণ সুখবরও পেয়েছে কাতালনারা। ব্যালন ডি’অরের রানার আপ এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এই স্প্যানিয়ার্ড তরুণ মাঠে ফিরেই রেখেছেন নিজের সহজাত প্রতিভার স্বাক্ষর। লা লিগায় সোসিয়েদাদের বিপক্ষে কিছুক্ষণ খেলেই রবার্ত লেভানদোস্কির জয়সূচক গোলটি বানিয়ে দিয়েছিলেন তিনি।
আজ পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হারের বৃত্ত ভাঙার স্বপ্নে ফ্লিকের তুরুপের তাস হতে পারেন ইয়ামাল।
এমকে/এসএন