দুবাইয়ে অনুষ্ঠিত রোমাঞ্চকর এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের পর সাবেক অধিনায়ক শোয়েব মালিককে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তার স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ ম্যাচ-পরবর্তী এক ইনস্টাগ্রাম পোস্টে দাবি করেছিলেন, শোয়েব মালিক যদি দলে থাকতেন, তার অভিজ্ঞতা খেলোয়াড় ও সমর্থকদের জন্য আশার আলো হতে পারত। তিনি আরো লিখেছিলেন, শুধু মালিকের উপস্থিতিই জয়ের আত্মবিশ্বাস জাগানোর জন্য যথেষ্ট।
তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।সমর্থক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়—কারো কাছে সানার বক্তব্য প্রশংসনীয় হলেও, অনেকে সমালোচনা করে বলেন তিনি ‘কল্পনার জগতে’ বাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনও অভিযোগ ওঠে যে, আসলে শোয়েব মালিক নিজেই হয়তো স্ত্রীর অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেছেন।