ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

হুমকির প্রভাবেই এশিয়া কাপ ট্রফি আমিরাত বোর্ডের হাতে দিলেন নাকভি

টানা দ্বিতীয় আসরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ভারত। তিনিও শর্ত দিয়েছিলেন– ট্রফি ও মেডেল নিতে হলে দুবাইয়ে গিয়ে তার হাত থেকেই নিতে হবে। যা নিয়ে আইসিসির কাছে অভিযোগ দেওয়ার হুমকি দেয় বিসিসিআই।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে এশিয়া কাপ ট্রফি সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে। তবে কখন কীভাবে ভারতকে এই ট্রফি দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। এর আগে মঙ্গলবার এসিসির সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা ও মহসিন নাকভির। সেখানেই এসিসি সভাপতির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দেওয়ার হুমকি দেন শুক্লা। তার অভিযোগ– ক্ষমতার অপব্যবহার করছেন নাকভি, যা খেলার মর্যাদাও ক্ষতিগ্রস্ত করেছে।

এর আগে থেকেই ভারতীয় দলের অভিযোগ ছিল– ফাইনালের পরপরই এশিয়া কাপ হস্তান্তর না করে মহসিন নাকভি পুরস্কার বিতরণী প্রোটোকল এবং দায়িত্বের নীতিমালা লঙ্ঘন করেছেন। একইসঙ্গে এসিসি প্রধান হয়েও চ্যাম্পিয়ন দলকে সম্মান না দেখানোর মাধ্যমে বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছেন তিনি। নাকভির ওই কর্মকাণ্ড ন্যায্য আচরণ বিধি ভঙ্গের পাশাপাশি স্বার্থের দ্বন্দ্ব বলেও মনে করে ভারত। একই দাবিতে মহসিন নাকভি ট্রফি ‘চুরি’ করেছেন বলেও নিজেদের প্রতিবেদনে উল্লেখ করে আসছে দেশটির সংবাদমাধ্যম।

অন্যদিকে, পাকিস্তানের চ্যানেল জিও সুপার জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভিকে বলেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নাকভি প্রথমে বলেন, এই মিটিংয়ের বিষয় নয় এটি। ফলে এই নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্মকর্তা চাপ দিতে থাকেন। তখনই নাকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে। এর ফলে কোনো সমাধান হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে।

ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নাকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার পরেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নাকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্লা ও শেলার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হতে পারে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

উপদেষ্টাদের আ.লীগ নেতৃত্ব গ্রহণের আহ্বান জানালেন রাশেদ খান Oct 01, 2025
হতাশার মুহূর্তে যীশুর পাশে অমিতাভ বচ্চন! Oct 01, 2025
ভাবনার মতে হারের ভেতর লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা Oct 01, 2025
নোংরামির সঙ্গে থাকব না, বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো দাগ হয়ে গেল: তামিম Oct 01, 2025
img
জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন : অনন্ত জলিল Oct 01, 2025
img
মার্শের ঝড়ে নিউজিল্যান্ডকে থমকে দিল অস্ট্রেলিয়া Oct 01, 2025
img
সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার Oct 01, 2025
img
মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেতা Oct 01, 2025
img
বাংলাদেশের পুলিশ হবে লন্ডনের পুলিশের মতো : এসএমপি কমিশনার Oct 01, 2025
img
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি নতুন ঠিকানায় স্থানান্তরিত Oct 01, 2025
img
বিলিয়নেয়ার ক্লাবে শাহরুখ খান, বর্তমান বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা Oct 01, 2025
img
দুর্গাপূজার মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে গেল ২ ট্রাক ইলিশ Oct 01, 2025
img
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেতা জোবায়ের Oct 01, 2025
img
প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার Oct 01, 2025
img
নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তামিমের ব্যাখ্যা Oct 01, 2025
img
রিমান্ড শেষে সাবেক এমপি মুক্তিসহ ২ জন কারাগারে Oct 01, 2025
img
ফেনীতে গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক Oct 01, 2025
img
আরো বেড়েছে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের মেয়াদ Oct 01, 2025
img
ভিন্ন পদ্ধতিতে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ : মোস্তফা ফিরোজ Oct 01, 2025
img
মায়ানমারের সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে না: ফিলিপ্পো গ্রান্ডি Oct 01, 2025