আনুষ্ঠানিকভাবে বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করলেন শাহরুখ খান। মঙ্গলবার (১ অক্টোবর) প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ প্রথমবারের মতো শীর্ষ স্থানে উঠে আসেন বলিউড বাদশাহ। তালিকা অনুসারে, শাহরুখের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি রুপি।
প্রতিবেদনে তাকে উল্লেখ করা হয়েছে, ‘বলিউডের বাদশাহ শাহরুখ খান, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগৎকে গর্বিত করে চলেছেন, ১২,৪৯০ কোটি রুপির সম্পদ নিয়ে তিনি বিলিয়নেয়ার ক্লাবে যোগ দিলেন।
প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বলিউডের সবচেয়ে ধনী আইকন হিসেবে আবির্ভূত হয়েছেন শাহরুখ খান।
এ তালিকায় শাহরুখের পরের স্থান দখল করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ধরা হয়েছে ৭,৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন, যার সম্পদের পরিমাণ ২,১৬০ কোটি রুপি।
করণ জোহর ও অমিতাভ বচ্চন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন।
এর আগে প্রকাশিত ২০২৪ সালের তালিকায় শাহরুখের সম্পদ ছিল ৭,৩০০ কোটি। মাত্র এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ সম্পদ নিয়ে তিনি এবার শীর্ষে উঠে এসেছেন।
বলা প্রয়োজন, অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক।
তার সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা রয়েছে এক্স (পূর্বে টুইটার) এ ৪৩.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৪৮.৬ মিলিয়ন ফলোয়ার।
চলতি বছর শাহরুখ খান তার ‘জওয়ান’ ছবির জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহৎ ব্লকবাস্টার, যা কেবল দেশীয় বক্স অফিসেই আয় করেছে ১,০০০ কোটিরও বেশি।
এবি/টিএ