ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে অভিযুক্ত সুজনকে এবং মঙ্গলবার বিকেলে মজনু মিয়াকে গ্রেফতার করা হয়।
তারা জোরপূর্বক বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল-দাড়ি কেটে দেয়ার ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি। বিকেলে তাদের ময়মনসিংহ আদালতে তোলা হয়।
এর আগে, প্রায় চার মাস আগে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামে একটি ফেসবুক পেইজের কনটেন্ট ক্রিয়েটররা তারাকান্দায় জোরপূর্বক হালিম উদ্দিনের দাড়ি ও চুল কেটে দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ২৭ সেপ্টেম্বর থানায় ৭ জনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর ছেলে।
আইকে/টিএ