বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, এই দেশ কারো একার না। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে এই দেশটা সবার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (১ অক্টোবর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের খুরাষষ্টি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।
মোশারফ হোসেন বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের সহযোগিতা করছে। ঠিক তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা অব্যাহত রেখেছে। বিএনপি আপনাদের সঙ্গে ছিল এবং আছে আপনাদের পাশে।
এর আগে, মঙ্গলবার এবং সোমবার নন্দীগ্রাম উপজেলার ৩৩টি মন্দির পরিদর্শন করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এবি/টিএ