বাংলাদেশের পুলিশ হবে লন্ডনের পুলিশের মতো : এসএমপি কমিশনার

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘আমরা পুলিশের আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করছি। এক সময় সিলেটসহ বাংলাদেশের পুলিশ লন্ডন পুলিশের মতো হবে, আমি সেই স্বপ্ন দেখি।’ বুধবার (১ অক্টোবর) দুপুরে জিনিয়া অ্যাপস উদ্বোধন উপলক্ষে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা পাবে এবং বিভিন্ন জরুরি সেবার সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবেন।

অপরাধ রোধে পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে মোবাইল চুরি একটি বড় সমস্যা, তবে পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে এবং অপরাধীদের তথ্য জানাতে নাগরিকদের উৎসাহিত করছে।’

সিলেটের নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়নে নগরের সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উন্নয়ন হবে জানিয়ে কমিশনার বলেন, ‘পুরো নগরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং এআইভিত্তিক এনালাইসিসের মাধ্যমে তা মনিটর করা হবে। ফলে নগরের প্রতিটি প্রান্তে পুলিশের নজরদারি থাকবে, বিশেষত স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সিলেটে চলমান ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘গত তিন দিন ধরে আগের মতো নির্দিষ্ট সময় ও স্থানে অভিযান না করলেও, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অভিযান চলছে।

পুলিশ কমিশনার জানান, আগামী ১৬ অক্টোবর থেকে সিলেটের মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং এক মাসের মধ্যে পুরো সিলেট নগরের সব থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করবে, বিশেষ করে এসওএস বাটন ব্যবহার করে যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে। একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।

তিনি আরো জানান, অ্যাপটি প্লে-স্টোর ও আই-স্টোরে পাওয়া যাবে। এটি সিলেটের সব নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শসহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এ ছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গৃহযুদ্ধের উসকানি দিচ্ছেন শেখ হাসিনা : রনি Oct 01, 2025
img
পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা পূজা অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 01, 2025
img
পশ্চিমাদের খুশি করতে যিশুখ্রিস্টের ছবির আদলে জামায়াতের নতুন লোগো : কামরুল হুদা Oct 01, 2025
img
আদানিকে টপকে আবারও শীর্ষ ধনী মুকেশ আম্বানি Oct 01, 2025
img
ময়মনসিংহে বৃদ্ধের চুল কাটার ঘটনায় দু’জন গ্রেপ্তার Oct 01, 2025
img
প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী হলেন ড. শহিদুল আলম Oct 01, 2025
img
তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিমান বাহিনী প্রধান Oct 01, 2025
img
ম্যানইউতে জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন গারনাচো Oct 01, 2025
সব জায়গায় জামায়াতের লোক বসাচ্ছে, এই সরকার তো জামায়াতের সরকার' Oct 01, 2025
img
ড. ইউনূসকে বিধ্বস্ত-ক্লান্ত লেগেছে, তার থামা প্রয়োজন : গোলাম মাওলা রনি Oct 01, 2025
তামিমসহ ১৫ ক্লাবের প্রার্থিতা প্রত্যাহার, বিসিবি নির্বাচনে অস্থিরতা Oct 01, 2025
img
বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা Oct 01, 2025
ওয়াশিংটন ক্ষমতায় থাকেননি, ড. ইউনূস কীভাবে ৫০ বছর থাকার কথা বলেন? Oct 01, 2025
মার্কিন হামলার আশঙ্কা, পালটা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো Oct 01, 2025
ইসরায়েলের ‘ডুবিয়ে দেওয়ার’ হুমকির মধ্যে গাজা অভিমুখে ফ্লোটিলা Oct 01, 2025
উপদেষ্টাদের আ.লীগ নেতৃত্ব গ্রহণের আহ্বান জানালেন রাশেদ খান Oct 01, 2025
হতাশার মুহূর্তে যীশুর পাশে অমিতাভ বচ্চন! Oct 01, 2025
ভাবনার মতে হারের ভেতর লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা Oct 01, 2025
নোংরামির সঙ্গে থাকব না, বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো দাগ হয়ে গেল: তামিম Oct 01, 2025
img
জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন : অনন্ত জলিল Oct 01, 2025