সিঙ্গাপুর থেকে ভারতে ফেরার সময় সাড়ে ৩ কেজি কোকেনসহ চেন্নাই বিমানবন্দরে আটক করা হয়েছে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির অভিনেতা বিশাল ব্রহ্মাকে।
রবিবার (সেপ্টেম্বর ২৮) ভোরে গোয়েন্দা কর্মকর্তাদের হাতে বিমানবন্দরে আটক হন এই অভিনেতা।
ইন্ডিয়া টাইমস বলছে, চেন্নাই কাস্টমস এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স অভিনেতার ট্রলি ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার খুঁজে পায়। পরে এটি কোকেন বলে নিশ্চিত করা হয়।
আন্তর্জাতিক বাজারে এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি রুপি।
সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, চেন্নাই কাস্টমস এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে মাদক জব্দ করা হয়। বিপুল মূল্যের এই মাদক বিশালের লাগেজে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযুক্ত অভিনেতা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন।
অভিনেতাকে আটকের পর তদন্তে জানা যায়, তিনি কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে চেন্নাই এসেছিলেন।ট্রলি ব্যাগটি তাকে কম্বোডিয়ায় একদল অপরিচিত লোক দিয়েছিল, যা চেন্নাই বিমানবন্দরে একজনের হাতে তুলে দেওয়ার কথা ছিল। যদিও কর্মকর্তারা দাবি করেছেন যে অভিনেতা কোকেন নিয়ে মুম্বাই বা দিল্লিতে যাচ্ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমাতে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিশাল।
আইকে/টিএ