চ্যাম্পিয়নস লীগে জয়ের ধার ধরে রেখেছে আর্সেনাল।ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গানার্সরা। প্রথম ম্যাচে বদলি নেমে গোল পাওয়া গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আজ গানারদের ১২ মিনিটেই গোল এনে দেন। শুরু থেকেই চাপিয়ে খেলতে থাকা আর্সেনাল দ্বিতীয় গোলটি পেয়েছে যোগ করা সময়ে। বদলি নেমে আর্সেনালের জয় নিশ্চিত করা গোলটি করেছেন বুকায়ো সাকা।