আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আজ (২ অক্টোবর) রাত ৯টায় মাঠে নামছে বাংলাদেশ। তবে এখনও ঢাকায় আছেন এই সিরিজের দলে থাকা সৌম্য সরকার। ভিসা জটিলতার কারণে এখনও আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়তে না পারা এই ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের পুরো দলকেই রেখেছেন নির্বাচকরা। শুধু পাঁজরের চোটের কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলি হিসেবে দলে আসেন এনসিএলে ঝলক দেখানো সৌম্য সরকার।
দল ঘোষণার আগেই গত ২৪ সেপ্টেম্বর সৌম্যর আরব আমিরাতের ভিসা প্রস্তুতের কাজ শুরু হয়। তবে সেখানকার ভিসা নীতিতে খানিকটা পরিবর্তন আসায় সবারই ভিসা পেতে জটিলতায় পড়তে হচ্ছে। সৌম্যও পড়েছেন একই জটিলতায়।
সৌম্যর ভিসা জটিলতার বিষয়টি অনেক আগেই জানা গিয়েছিল। তবে ম্যানেজমেন্ট তাকে সিরিজ শুরুর আগেই পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ভিসা হাতে পাননি তিনি। তাই এটা এখন একেবারেই নিশ্চিত যে প্রথম ম্যাচে দলে থাকতে পারছেন না এই ব্যাটার।
বিসিবি সূত্রে জানা গেছে, আজই সৌম্যর ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এমনটা হলে আজই তিনি রওনা দেবেন আরব আমিরাতের উদ্দেশে। সেক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে বলেও জানা গেছে।
এর আগে গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে অধিনায়ক জাকের আলী বলেন, ‘সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।’
আইকে/টিএ