আগামী এক বছরের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন এড স্মিথ। ক্লাবটির চেয়ার অব ক্রিকেট পদে নিয়োগ পেয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইয়ন মরগান।
ইংল্যান্ডের কাউন্টি ও জাতীয় দলের হয়ে ১৩ মৌসুম ক্রিকেট খেলেছেন স্মিথ। এই সময় প্রায় ১৩ হাজার রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৩৪টি শতক। এছাড়া খেলেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়েও। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ২০০৮ সালে।
নতুন দায়িত্ব পেয়ে স্মিথ বলেছেন, ‘এমসিসির প্রেসিডেন্ট হিসেবে লর্ড কিংয়ের উত্তরসূরি হওয়া খুবই সম্মানের বিষয়। আমার জীবনের বিশেষ একটি অংশ লর্ডস। ক্রিকেটের ভক্ত ও খেলোয়াড় হিসেবেই নয়, পরে নির্বাচক হিসেবেও। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে ক্লাব ও এই খেলায় অবদান রাখতে উন্মুখ হয়ে আছি।’
২০১৮ সালে ইংল্যান্ড পুরুষ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পান স্মিথ। তার তিন বছরের মেয়াদেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। রেডিও ও টেলিভিশনে উপস্থাপক হিসেবেও কাজ করেছেন স্মিথ। যার মধ্যে উল্লেখযোগ্য বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল। পাঁচটি বই প্রকাশ করার পাশাপাশি নানা সময়ে দ্য টাইমস ও নিউ স্টেটসম্যান-এ কলামও লিখেছেন তিনি।
এদিকে, ক্লেয়ার টেলরের স্থলাভিষিক্ত হয়েছেন মরগান। গত মে মাসে এজিএমে তিন বছরের জন্য তাকে দায়িত্ব দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল।