নাগরিক ঐক্য ছাড়া অন্য কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ দিলে নির্বাচন কমিশন পক্ষপাত দোষে দুষ্ট হবে বলে মন্তব্য করেছেন আপ বাংলাদেশের সংগঠক মোহাম্মদ হিজবুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ হিজবুল্লাহ তার পোস্টে বলেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, এনসিপি শাপলা পেলে তিনি মামলা করবেন না। এই স্টেটমেন্ট দ্বারা তিনি একটা প্যাঁচ লাগিয়ে রাখছেন নির্বাচন কমিশনে।
কারণ মামলা করবেন না এই কথার অর্থ হচ্ছে, শাপলা নিয়মানুযায়ী তার দলেরই পাওনা, কিন্তু নিয়মভঙ্গ করে নির্বাচন কমিশন যদি তাকে না দিয়ে অন্য কাউকে দেয়, তাহলে তিনি মামলা করবেন না ঠিকই, তবে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবে।’
তিনি বলেন, ‘ফলে এই নির্বাচন কমিশন আইন ভঙ্গ করে একটা দলকে তার হক না দিয়ে অন্য একটা দলকে ফেভার দিচ্ছে এই অভিযোগ তিনি রাজনীতিতে সারা জীবন করতে পারবেন, তবে মামলা করবেন না। তিনি এনসিপিকে আইনবহির্ভূতভাবে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য সারা জীবন তিরস্কার করতে পারবেন আর একই সঙ্গে নিজের পাওনা না নিয়ে এনসিপিকে দান করে দেওয়ার মহানুভবতার পয়েন্টও নিতে পারবেন।’
আইকে/টিএ