দুর্গাপূজার মতো জাতীয় নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মাহতে মালেক। তিনি বলেন, ‘আমরা আগামী ফেব্রুয়ারিতে ঠিক এভাবেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন করব।’
বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান ‘সুবোধ মঞ্চ’ আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম এ মালেক বলেন, ‘আজকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য স্পেশাল ইভেন্ট, এটা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমরা ঈদ, পূজা, রোজায় সবাই একত্রে বাস করি, একে অপরের খুব রেসপেক্টেবলভাবে পাশে থাকি।’
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষে আপনাদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমাকে বলেছেন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরাকায়স্থ, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষসহ অনেকে।
আইকে/টিএ