বলিউডের তরুণ নায়িকা জাহ্নবী কাপুরের অভিনয় জীবন যেন নতুন মোড় নিয়েছে ‘হোমবাউন্ড’-এর সাফল্যে। নীরজ ঘেয়ানের পরিচালনায় এবং ইশান খট্টর ও বিশাল জেঠওয়ার সঙ্গে অভিনীত এই ছবিটি ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে।
কিন্তু সবচেয়ে বড় সম্মান এসেছে হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসির কাছ থেকে। শুধু ছবিটির নির্বাহী প্রযোজকই নন, জাহ্নবীর অভিনয় নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, কোনো অর্জনের জন্য নয়, বরং নিখাদ আবেগ থেকেই তিনি ‘হোমবাউন্ড’-এ কাজ করেছেন। তার ভাষায়, “চিত্রনাট্যটা আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। এটা আমাকে আরও ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়েছে। দর্শকরাও হয়তো ছবিটি দেখে এমন অনুভব করবেন।”
সহঅভিনেতা বরুণ ধাওয়ান জানিয়েছেন, ছবির সম্পাদনার ক্ষেত্রেও পরামর্শ দিয়েছেন স্করসেসি। এমনকি তিনি জাহ্নবীর অভিনয়কে আলাদা করে উল্লেখ করে বলেছেন, “যে মেয়েটি চরিত্রটা করেছে, সে ভীষণ ভালো, অসাধারণ।” এ নিয়ে হাসিমুখে জাহ্নবীর প্রতিক্রিয়া, “এখন মানুষ যা খুশি বলুক, মার্টিন স্করসেসি তো আমার প্রশংসা করেছেন।”
২৬ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘হোমবাউন্ড’ বন্ধুত্ব, উচ্চাকাঙ্ক্ষা আর সামাজিক চাপের গল্পকে গভীরভাবে ফুটিয়ে তুলেছে। তবে ছবির সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে জাহ্নবীর অভিনয়, যা তাঁকে বছরের অন্যতম আলোচিত অভিনেত্রীতে পরিণত করেছে।
কেএন/টিএ