তামিলনাড়ুর রাজনীতিতে কারুর মিছিলের মর্মান্তিক পদদলনের ঘটনায় কেঁপে উঠেছে পুরো রাজ্য। থালাপতি বিজয়ের দল টিভিকে আয়োজিত সেই সমাবেশে প্রাণ হারিয়েছেন চল্লিশজন। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনা রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে। এমন এক অস্থির পরিস্থিতিতেই অপ্রত্যাশিতভাবে বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী কায়াদু লোহর।
একটি ভুয়া টুইটার একাউন্ট তার নামে পোস্ট করে দাবি করে, কারুর পদদলনের ঘটনায় কায়াদুর একজন ঘনিষ্ঠ বন্ধু প্রাণ হারিয়েছেন এবং সেই পোস্টে বিজয়ের প্রতি তীব্র সমালোচনা করা হয়। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়, সৃষ্টি করে উত্তপ্ত বিতর্ক।
কিন্তু দ্রুতই স্পষ্ট ব্যাখ্যা দেন কায়াদু লোহর। তিনি জানান, তার নামে যে টুইটার একাউন্ট খোলা হয়েছে তা ভুয়া, এবং সেখানে লেখা কোনো মন্তব্য তার নয়। কারুরে প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করলেও, সেখানে তার ব্যক্তিগত পরিচিত কেউ ছিল না। বিভ্রান্তিকর এই তথ্য তার ভাবমূর্তিকে ব্যবহার করে ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এটি প্রথম নয়, এর আগেও রাজনীতির ঝড়ে কায়াদুর নাম জড়িয়েছিল। এক বিজেপি নেতা তাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছিলেন, পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়। অথচ এসবের বাইরে থেকে কায়াদু মনোযোগ দিতে চাইছেন কেবল অভিনয় ক্যারিয়ারে। তিনি এর আগে শ্রী বিষ্ণুর বিপরীতে তেলেগু ছবি ‘আল্লুরি’-তে অভিনয় করেছেন এবং তামিল সিনেমায় ‘ড্রাগন’-এর মাধ্যমে পরিচিতি পেয়েছেন।
কারুর ঘটনার পর তার নাম ভুয়া প্রচারণায় ব্যবহার হওয়া আবারও প্রমাণ করল, চলচ্চিত্র তারকারা প্রায়শই অনিচ্ছা সত্ত্বেও রাজনীতির ঘূর্ণিপাকে জড়িয়ে পড়েন, যখন তাদের মূল মনোযোগ থাকে শিল্প আর অভিনয়ের জগতে।