গাজামুখী ত্রাণবাহী নৌবহরে থাকা বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অসুস্থতা অনুভব করছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে তিনি জানান, সমুদ্র উত্তাল থাকায় তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, সাগর খুবই উত্তাল। এইমাত্র বমি হলো, এখন শুয়ে আছি।
ভিডিওতে শহিদুল আলম বলেন, বমি করার পরপরই সরাসরি সম্প্রচারে যাওয়া স্বাভাবিক নয়। তাই আমি মেঝেতে শুয়ে আছি এবং ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, আশা করি এবার সবাই দেখতে পাচ্ছেন। সময়টা আসলে বেশ উপযুক্ত, কারণ আমি এইমাত্র বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছি। সাক্ষাৎকার চলাকালেই জাহাজটি দুলতে শুরু করে। তখনই আমি অসুস্থবোধ করি এবং বমি করার জন্য একটি ব্যাগ খুঁজছিলাম। ভাগ্যক্রমে ঠিক সময়ে একটি ছোট ব্যাগ পেয়ে যাই। এতে মেঝে নোংরা হয়নি। তবে হ্যাঁ, আমি এখন ঠিক আছি।
তিনি আরও জানান, জাহাজে থাকা একজন চিকিৎসক তার দেখাশোনা করছেন। এ সময় জাহাজের টেবিলে থাকা তার কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম গুছিয়ে নিরাপদে রাখা হয়, যাতে পড়ে না যায়।
শহিদুল আলম বলেন, সমুদ্র এখনো অনেক উত্তাল। তবে আশা করছি দ্রুত পরিস্থিতি সামলে উঠব। আমি ভালো আছি। এটা অবশ্যই এক ভিন্ন অভিজ্ঞতা।
ইউটি/টিএ