গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বৃহস্পতিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটক ও ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগে হামলা আসলে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে দমনেরই অংশ। একদিকে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে বিশ্বজুড়ে ফিলিস্তিনের প্রতি সংহতির কণ্ঠস্বরও স্তব্ধ করে দিতে চাইছে।
তারা আরও বলেন, গাজায় প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে। এরই মধ্যে ফ্লোটিলার কর্মীদের আটক ইসরাইলি আগ্রাসনের নগ্ন রূপ। আন্তর্জাতিক শক্তিগুলোর দ্বিমুখী ভূমিকা এই গণহত্যাকে আরও উসকে দিচ্ছে।
নেতারা উল্লেখ করেন, বাংলাদেশ থেকে শহিদুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে বাংলাদেশের জনগণসহ বিশ্বের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিনিধিত্ব করছেন। তাদের সঙ্গে এই অভিযানে যুক্ত সকল কর্মীকেও ধন্যবাদ জানান তারা। বিবৃতিতে অবিলম্বে আটক কর্মীদের মুক্তি, গাজার অবরোধ প্রত্যাহার, ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনের দাবির প্রতি সংহতি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে সমর্থন জানিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটকের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।
ইউটি/টিএ