মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের আবুল বাসারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী ‘চন্দ্রা পরিবহনের’ একটি বাস ৩১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত আনুমানিক ৩টার দিকে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় নিলা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ, মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
টিজে/এসএন