ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে চার কেজি ওজনের দুটি রাজা ইলিশ। এর মধ্যে একটি ইলিশের ওজন আড়াই কেজি ও অপরটির ওজন দেড় কেজি। মাছ দুটি ডাকে (নিলামে) সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ভোলার শিবপুর মাছঘাটে আলমগীর ব্যাপারীর আড়তে মাছ দুটি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন মো. বাচ্চু ব্যাপারী।
এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদীর সাগর মোহনায় দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের জেলে আবুল কাশেম মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে।
আবুল কাশেম মাঝি জানান, ৯ জেলে নিয়ে তিনি মেঘনা নদীর সাগর মোহনায় মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে নদীতে জাল ফেলে তোলার সময় তাদের জালে দুটি রাজা ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুটি ভোলার শিবপুর মাছঘাটে নিয়ে এলে আলমগীর ব্যাপারীর আড়তে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
অভিযানের শেষ দিনে রাজা ইলিশ পেয়ে খুশি তিনি।
আড়তদার আলমগীর ব্যাপারী জানান, শুক্রবার স্থানীয় আবুল কাশেম মাঝি দুটি রাজা ইলিশ ঘাটে নিয়ে এলে সাড়ে ১০ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় বাচ্চু ব্যাপারী।
মো. বাচ্চু ব্যাপারী জানান, তিনি ইলিশ দুটি সাড়ে ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন।
এগুলো ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। এ রকম বড় ইলিশ সচরাচর দেখা মিলে না। তাই ঢাকার মোকামে বড় ইলিশের চাহিদা রয়েছে।
আইকে/ টিকে