জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। যেখানে ছিলেন না মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এবার তার দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। জ্বরে ভুগছেন হৃদয়। এরই মাঝে আজ (শুক্রবার) বিরতি ছাড়াই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ–তে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে জ্বরের কারণে প্রথম ম্যাচেও ছিলেন না বলে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র। ওই কর্মকর্তা বলছেন, ‘তার (হৃদয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি) খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা গতকালের চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং দেবাশীষ (বিসিবির প্রধান মেডিক্যাল অফিসার)।’
একই কথা জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধরী, ‘দলের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, জানতে পেরেছি হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদিও তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’
গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। তাদের পক্ষে রহমানউল্লাহ গুরবাজ ৪০ এবং মোহাম্মদ নবি ৩৮ রান করেন। বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। আফগানদের লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু এর পরই শুরু হয় উইকেটের মিছিল। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। নুরুল হাসান সোহান ২৩ এবং রিশাদ করেন ১৪ রান। আফগানদের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন অধিনায়ক রশিদ খান। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ টাইগাররা ফের আফগানদের মোকাবিলা করবে।
ইএ/টিকে