বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের জন্য দুঃসংবাদ। আবারও চোটে পড়েছেন লামিনে ইয়ামাল। ক্লাব ও জাতীয় দলের সামনের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না এই তরুণ ফরোয়ার্ড।
জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ইয়ামালকে নিয়ে শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘন্টা পরই এক বিবৃতিতে তার চোটের কথা জানায় বার্সেলোনা।
বিবৃতিতে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুঁচকির পুরোনো চোট ফিরে এসেছে। সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগবে তার।
গত মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ইয়ামালের কুঁচকির চোট নিয়ে তার ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েন কম হয়নি। বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে তাকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
কুঁচকিতে কিছুটা সমস্যা নিয়ে স্পেন দলে যোগ দিয়েছিলেন এই তারকা। জাতীয় দলের সঙ্গে থাকাকালীন সমস্যাটা আরও বেড়ে যায়। স্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলে অভিযোগ করেন ফ্লিক। সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ।
ওই চোটের কারণে বার্সেলোনার হয়ে ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল।
চোট কাটিয়ে গত সপ্তাহান্তে লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি।
পরে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার হারের ম্যাচে পুরো সময় খেলেন ১৮ বছর বয়সী ইয়ামাল।
এখন লা লিগায় আগামী রোববার সেভিয়ার বিপক্ষে তাকে পাবে না বার্সেলোনা। সামনের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ১৮ অক্টোবর লিগে জিরোনার বিপক্ষে ও ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনাও সামান্য।
প্রত্যাশিত সময়ে সেরে উঠলে ২৬ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো মাঠে ফিরতে পারেন তিনি।
এমআর/টিকে