এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি সাইফ হাসান। দলের পক্ষে তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলেন। তারই পুরস্কার পেলেন এবার। প্রথমবারের মতো তিনি ওয়ানডে দলেও ডাক পেয়েছেন। এ ছাড়া নুরুল হাসান সোহানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর দুই দল ৮ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। যার জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ। যথারীতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই স্কোয়াডে ফিরেছেন নাজুমল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বাংলাদেশ-আফগানিস্তানের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আবুধাবিতে। ৮, ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে ম্যাচগুলো গড়াবে শেখ জায়েদ স্টেডিয়ামে। বিসিবি ঘোষিত ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। অবশ্য তিনি ওয়ানডে দলে সেভাবে নিয়মিতও নন। এ ছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামও আছেন ওয়ানডে দলে।
আফগান সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।