আফগানদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাংলাদেশের

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ফিরে যান এক অঙ্কের রান করে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান তানজিদ। আগের দিনের হাফ সেঞ্চুরিয়ানকে ফেরান আজমতউল্লাহ ওপরজাই।

তার পঞ্চম স্টাম্প তাক করা শর্ট লেংথ ডেলিভারিতে মিড অফে ক্যাচ দেন তানজিদ। ডাইভ দিয়ে তা লুফে নেন রশিদ খান। সাত বলে দুই রান করে ফিরেন তানজিদ। চতুর্থ ওভারের প্রথম বলেই ফের উইকেট হারায় বাংলাদেশ। ওমরজাইয়ের দারুণ এক গুড লেংথের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন ইমন। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ানের ব্যাটে আসে পাঁচ বলে তিন রান।

পঞ্চম ওভারে ইনফর্ম সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। মুজিবের বলে এক্সট্রা কাভারে উড়িয়ে মারতে গিয়ে সেদিকউল্লাহ আতালের মুঠোয় ধরা পড়েন সাইফ। ১৪ বলে ১৮ রান আসে তার ব্যাটে। পাওয়ার প্লে'তে তিন উইকেট হারানো বাংলাদেশ ছয় ওভারে তোলে ৩৭ রান। দ্রুত ৩ উইকেট হারালেও জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারির ব্যাটে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। দশ ওভার শেষে তিন উইকেটে ৭৪ রান করে দলটি। যদিও ৮০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। রশিদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাকের।

তার গুগলি বুঝতে পারেননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ফেরার আগে ২৫ বলে ৩২ রান করেন জাকের। ইনিংসে ছিল দুটি ছক্কা এবং দুটি চারের মার। শামীমের সঙ্গে তার জুটিটি ছিল ৫৬ রানের। ১৩.৫ ওভারে দলীয় শতক পূরণ করে বাংলাদেশ। তারপর ১৫তম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান শামীম। নুর আহমেদের বলে কাভারে ধরা পড়েন শামীম। ২২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করে বিদায় নেন তিনি।

১০২ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সোহানকে গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়ে ফিরে গিয়ে সেই বিপদ বাড়ান নাসুম। ১৭তম ওভারে রশিদের শেষ বলে বোল্ড হন ১১ বলে একটি ছক্কায় ১০ রান করা এই ব্যাটার। ১৮তম ওভারে সাইফউদ্দিন (৪) ও রিশাদের (২) উইকেট হারায় বাংলাদেশ। দুজনকেই ফেরান ওমরজাই। সাইফউদ্দিন উইকেটের পেছনে ক্যাচ দেন, রিশাদ হন বোল্ড।



শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৯ রান। ১৯তম ওভারের নুর আহমেদকে ছক্কা হাঁকান সোহান। সেই ওভারে শরিফুল ইসলামও চার হাঁকান। মোট ১৭ রান আসে সেই ওভারেই।

এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। ব্যাট করতে নেমে রান তুলতে হাঁসফাঁস করছিলেন দুই আফগান ওপেনার সেদিকউল্লাহ অতল ও ইব্রাহীম জাদরান। পাওয়ার প্লেতে তারা উইকেট না হারালেও তুলতে পারে কেবল ৩৫ রান। অষ্টম ওভারে সেদিকউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন রিশাদ হোসেন। আফগান এই ওপেনারের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৩ রান। এরপর ইব্রাহীমও ফিরে যান ৩৭ বলে ৩৮ রান করে। তিনি হন নাসুম আহমেদের শিকার।

এরপর দ্রুত আউট হন ওয়াফিউল্লাহ তারাখাইল। থিতু হতে পারেননি দারউইশ রাসুলী। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি মিলে অবিচ্ছিন্ন ২৯ রানের জুটি গরে আফগানদের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান। নবি ১২ বলে ২০ ও ওমরজাই ১৭ বলে ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ও রিশাদ নেন দুটি করে উইকেট। আর একটি উইকেট পান শরিফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করলেও এদিন ছিলেন উইকেটশূন্য। তার বলে লং অফে ওমরজাইয়ের ক্যাচ ছাড়েন ইমন। নাহলে একটি উইকেট পেতে পারতেন তিনি।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সচিবালয়ে নিষিদ্ধ হলো সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার Oct 04, 2025
img
মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না : রিজভী Oct 04, 2025
img
ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু Oct 04, 2025
img
আহমদ রফিকের মরদেহ শহীদ মিনারে, চলছে শেষ শ্রদ্ধা Oct 04, 2025
img
বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ এবার হলিউডে! Oct 04, 2025
img
গাজায় উপত্যকায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল Oct 04, 2025
img
চমকের পর চমক, আলোচনায় ওয়েব সিরিজ ‘ইন্দু ৩’ Oct 04, 2025
img
নিখুঁত সংলাপ আর অভিব্যক্তিতে মুগ্ধ দর্শক, প্রশংসায় ভাসছেন জাহ্নবী! Oct 04, 2025
img
‘চোখে কুলাচ্ছে না? তাহলে স্ক্রল করো প্রিয়' Oct 04, 2025
img
আজ দেশে ফিরছেন নুর Oct 04, 2025
img
জুবিনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখরজ্যোতি Oct 04, 2025
img
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী Oct 04, 2025
img
ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন মেয়াদের চুক্তি করলেন ব্রাজিলিয়ান ফুটবলার Oct 04, 2025
img
জামায়াত নিজেরাই ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে : জাহেদ উর রহমান Oct 04, 2025
img
শিক্ষিত মানুষও জাতির ক্ষতি করতে পারে: ডা. শফিকুর রহমান Oct 04, 2025
img
বাংলাদেশের কাছে সিরিজ হেরে আফগান কোচের মন্তব্য Oct 04, 2025
img
হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল বার্সেলোনা Oct 04, 2025
img
আগামী ৪৮ ঘণ্টায় ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস Oct 04, 2025
img
৬ দিন পরে আবারও শুরু ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি Oct 04, 2025
img
বাংলাদেশে এরকম মব কালচার ছিলো না : রুমিন ফারহানা Oct 04, 2025