আফগানদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাংলাদেশের

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ফিরে যান এক অঙ্কের রান করে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান তানজিদ। আগের দিনের হাফ সেঞ্চুরিয়ানকে ফেরান আজমতউল্লাহ ওপরজাই।

তার পঞ্চম স্টাম্প তাক করা শর্ট লেংথ ডেলিভারিতে মিড অফে ক্যাচ দেন তানজিদ। ডাইভ দিয়ে তা লুফে নেন রশিদ খান। সাত বলে দুই রান করে ফিরেন তানজিদ। চতুর্থ ওভারের প্রথম বলেই ফের উইকেট হারায় বাংলাদেশ। ওমরজাইয়ের দারুণ এক গুড লেংথের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন ইমন। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ানের ব্যাটে আসে পাঁচ বলে তিন রান।

পঞ্চম ওভারে ইনফর্ম সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। মুজিবের বলে এক্সট্রা কাভারে উড়িয়ে মারতে গিয়ে সেদিকউল্লাহ আতালের মুঠোয় ধরা পড়েন সাইফ। ১৪ বলে ১৮ রান আসে তার ব্যাটে। পাওয়ার প্লে'তে তিন উইকেট হারানো বাংলাদেশ ছয় ওভারে তোলে ৩৭ রান। দ্রুত ৩ উইকেট হারালেও জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারির ব্যাটে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। দশ ওভার শেষে তিন উইকেটে ৭৪ রান করে দলটি। যদিও ৮০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। রশিদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাকের।

তার গুগলি বুঝতে পারেননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ফেরার আগে ২৫ বলে ৩২ রান করেন জাকের। ইনিংসে ছিল দুটি ছক্কা এবং দুটি চারের মার। শামীমের সঙ্গে তার জুটিটি ছিল ৫৬ রানের। ১৩.৫ ওভারে দলীয় শতক পূরণ করে বাংলাদেশ। তারপর ১৫তম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান শামীম। নুর আহমেদের বলে কাভারে ধরা পড়েন শামীম। ২২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করে বিদায় নেন তিনি।

১০২ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সোহানকে গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়ে ফিরে গিয়ে সেই বিপদ বাড়ান নাসুম। ১৭তম ওভারে রশিদের শেষ বলে বোল্ড হন ১১ বলে একটি ছক্কায় ১০ রান করা এই ব্যাটার। ১৮তম ওভারে সাইফউদ্দিন (৪) ও রিশাদের (২) উইকেট হারায় বাংলাদেশ। দুজনকেই ফেরান ওমরজাই। সাইফউদ্দিন উইকেটের পেছনে ক্যাচ দেন, রিশাদ হন বোল্ড।



শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৯ রান। ১৯তম ওভারের নুর আহমেদকে ছক্কা হাঁকান সোহান। সেই ওভারে শরিফুল ইসলামও চার হাঁকান। মোট ১৭ রান আসে সেই ওভারেই।

এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। ব্যাট করতে নেমে রান তুলতে হাঁসফাঁস করছিলেন দুই আফগান ওপেনার সেদিকউল্লাহ অতল ও ইব্রাহীম জাদরান। পাওয়ার প্লেতে তারা উইকেট না হারালেও তুলতে পারে কেবল ৩৫ রান। অষ্টম ওভারে সেদিকউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন রিশাদ হোসেন। আফগান এই ওপেনারের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৩ রান। এরপর ইব্রাহীমও ফিরে যান ৩৭ বলে ৩৮ রান করে। তিনি হন নাসুম আহমেদের শিকার।

এরপর দ্রুত আউট হন ওয়াফিউল্লাহ তারাখাইল। থিতু হতে পারেননি দারউইশ রাসুলী। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি মিলে অবিচ্ছিন্ন ২৯ রানের জুটি গরে আফগানদের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান। নবি ১২ বলে ২০ ও ওমরজাই ১৭ বলে ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ও রিশাদ নেন দুটি করে উইকেট। আর একটি উইকেট পান শরিফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করলেও এদিন ছিলেন উইকেটশূন্য। তার বলে লং অফে ওমরজাইয়ের ক্যাচ ছাড়েন ইমন। নাহলে একটি উইকেট পেতে পারতেন তিনি।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ খিঁচুনিতে প্রাণ গেল জবি ছাত্রদল নেতার Oct 04, 2025
img
উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক, তবে নিম্নকক্ষের পরিস্থিতি তৈরি হয়নি: সারজিস Oct 04, 2025
img
বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Oct 04, 2025
img
জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম Oct 04, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্দেহের সুযোগ নেই: মির্জা ফখরুল Oct 04, 2025
img
আফগানদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাংলাদেশের Oct 04, 2025
img
আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়: ফাতিমা তাসনিম জুমা Oct 03, 2025
img
স্কুল কারিকুলামে খেলাধুলা অন্তর্ভুক্ত করবে বিএনপি : তাবিথ আওয়াল Oct 03, 2025
img
সাইফ-সোহানকে নিয়ে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা Oct 03, 2025
পলাতক কর্মকর্তাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছে পুলিশ Oct 03, 2025
img
'ইলিয়াস ও পিনাকী দাদার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তাদের খায়েশ Oct 03, 2025
দুর্গাপূজার ছবিতে সৃজিত-সুস্মিতার বন্ধুত্বের ঝলক Oct 03, 2025
এআই চিপ যুক্ত বল, রেফারিদের দ্রুত ও সঠিক সিদ্ধান্তে সহায়ক Oct 03, 2025
img
ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি দিল ৩০ আইনবিশেষজ্ঞ Oct 03, 2025
img
খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন Oct 03, 2025
img
জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Oct 03, 2025
img
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু Oct 03, 2025
img
এবার ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত Oct 03, 2025
img
থাইল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন জুবাইদা থাইসেত Oct 03, 2025
img
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত Oct 03, 2025