ভারতীয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশ্মিকা মন্দানার বাগদান অবশেষে হয়েই গেলো। এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও বন্ধুরা ছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে চলেছে।
রাশ্মিকা ও বিজয় অবশ্য এখনও প্রকাশ্যে তাদের বাগদান বা বিয়ের কথা ঘোষণা করেননি। তবে তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে বাগদানের কথা জানা গিয়েছে।
এই দুই তারকা ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তবে সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেরওয়ানি পরা ছবি শেয়ার করেছেন। রাশ্মিকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শাড়ি পরা ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখে তাদের অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অনুরাগীদের দশেরার শুভেচ্ছা রাশ্মিকার
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান রাশ্মিকা। এই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। শাড়ির পাশাপাশি তার কপালে তিলকও দেখা যায়। এই অভিনেত্রীর পরবর্তী ছবি 'থামা' নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির ট্রেলার ও গান প্রকাশ্যে এসেছে। রাশ্মিকার অনুরাগীদের 'থামা'-র ট্রেলার ও গান পছন্দ হয়েছে। সেই কারণে তাদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, শীঘ্রই 'থামা'-র প্রচার শুরু করবেন। সেই সময় তার অনুরাগীদের সঙ্গে দেখা করবেন।
ভারতজুড়ে ঝড় তুলেছেন রাশ্মিকা
দক্ষিণ ভারতের ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করলেও, সারা ভারতেই জনপ্রিয় হয়ে উঠেছেন রাশ্মিকা। তিনি 'এক্সপ্রেশন ক্যুইন' হিসেবে পরিচিতি লাভ করেন। 'ডিয়ার কমরেড', 'পুষ্পা', 'পুষ্পা টু'-এর মতো ছবিতে অভিনয় করার পর বলিউডে (Bollywood) পা রাখেন রাশ্মিকা। 'অ্যানিম্যাল' ছবিতে তার অভিনয় নজর কেড়ে নেয়। 'ডিয়ার কমরেড' ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশ্মিকা। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সেই সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে বলে জানা গিয়েছে।
ইউটি/টিএ