দুর্গাপূজা উদযাপনের শেষ দিনে সুদূর আমেরিকা থেকে দেশে ফিরেছেন নন্দিত নাট্যনায়িকা তমালিকা কর্মকার। অর্ধ যুগ ধরে নতুন কোনো নাটকে অভিনয় না করলেও তিনি নিয়মিত নাট্যাঙ্গনের খবরাখবর রাখেন এবং নাট্যজগতে সক্রিয় যোগাযোগ বজায় রাখেন।
তমালিকা জানান, তার বাবা বর্তমানে কিছুটা অসুস্থ, তাই বাবা-মাকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে তিনি কাউকে না জানিয়ে ঢাকায় এসেছেন। এ নিয়ে তমালিকা বলেন, ‘পূজার আগে বাবাকে ফোন করি, তিনি বললেন, ‘আমি দেশে থাকলে আমাকে মণ্ডপে মণ্ডপে ঘুরাতেন।’ কথা শুনে খুব খারাপ লাগল। তখনই সিদ্ধান্ত নিলাম দেশে আসার। বাসায় যাওয়ার পর বাবা-মা দেখে বিস্মিত ও খুশিতে কেঁদে ফেললেন। আমিও ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়লাম। এই আবেগ ও ভালোবাসা ব্যাখ্যা করার মতো নয়।’
তিনি আরও বলেন, ‘মানুষ বাঁচে না চিরকাল। তাই যতটুকু সময় বাবা-মাকে দেওয়া যায়, ততটুকুই আজীবন সন্তানের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। আমি সেই আশীর্বাদ নিতে এসেছি। প্রিয় ঢাকায় ফিরে এলে আবেগাপ্লুত হয়ে যাই। ঢাকা বদলেছে, কিন্তু প্রিয় মানুষদের ভালোবাসা এখনো আগের মতো। এই ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তমালিকা শিগগির আবার তার বর্তমান কর্মজীবন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফিরে যাবেন। তিনি সর্বশেষ চয়নিকা চৌধুরীর নির্দেশনায় সজলের বিপরীতে ‘ব্ল্যাংক চেক’ নাটকে অভিনয় করেছিলেন, যা ২০১৯ সালে প্রচারিত হয়। এরপর থেকে তাকে কোনো নাটকে দেখা যাননি।
এসএস/টিএ