বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ আবারও বিশ্বদরবারে ছাপ ফেলতে চলেছেন। টাইগার বর্তমানে একটি আন্তর্জাতিক অ্যাকশন ছবিতে অভিনয়ের জন্য প্রাথমিক আলোচনা চালাচ্ছেন, যেখানে তিনি বিশ্বখ্যাত হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ও মার্শাল আর্ট লিজেন্ড টনি জার সাথে কাজ করবেন। ছবিটি প্রযোজনা করবে অ্যামাজন এমজিএম স্টুডিও।
পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, এই প্রকল্পটি হবে বহুভাষিক ও বৈশ্বিক আকারের এক অ্যাকশন মহাযজ্ঞ, যেখানে বিভিন্ন মহাদেশের শক্তিশালী অভিনেতাদের একত্রে দেখা যাবে।
সিনেমার লক্ষ্য হল হলিউডের বৃহৎ প্রোডাকশন স্কেলকে এশীয় অ্যাকশনের তীক্ষ্ণতা ও জোরদার এক্সট্রিম দৃশ্যের সঙ্গে মিশিয়ে একটি অনন্য গ্লোবাল এক্সপেরিয়েন্স তৈরি করা।
উল্লেখ্য, একজন ভারতীয় পরিচালক এই ছবির নেতৃত্ব দিতে পারেন, যদিও এখনও এই বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। টাইগার শ্রফ, যিনি আগেই স্ট্যালোনের ভক্তি প্রকাশ করেছেন, reportedly বলেছেন তিনি তার আইডলের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার মার্শাল আর্ট দক্ষতা প্রদর্শনের জন্য অধীর আগ্রহী।
এই প্রকল্পটি যদি চূড়ান্ত হয়, তবে এটি টাইগার শ্রফের হলিউড অভিষেক হবে। এতে তিনি বিশ্বের দুই শীর্ষস্থানীয় অ্যাকশন তারকার সঙ্গে অভিনয় করবেন এবং ভারতের অন্যতম প্রধান অ্যাকশন হিরো হিসেবে তার অবস্থান আরও দৃঢ় করবেন।
কেএন/টিএ