সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান পাচ্ছেন না জাকের আলি অনিক। সবশেষ এশিয়া কাপে কোনো ম্যাচেই দলের হয়ে অবদান রাখতে পারেননি তিনি। সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যুক্ত হয়েছে অধিনায়কত্ব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ছিলেন রানখরায়। তবে তার ফর্ম নিয়ে ভাবছেন না বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স।
শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচে ৩২ রান করেছেন জাকের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে তাকালে দেখবেন আন্তর্জাতিক প্লেয়ারদের অনেকেই কিছু ম্যাচে রান পায় না। তারও (জাকেরের) কিছু ম্যাচ খারাপ গেছে। এটাকে আমি সমস্যা হিসেবে দেখছি না। ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক ব্যাপারই।’
দলে মিডল অর্ডার ব্যাটারের অভাব দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘অনেক মিডল অর্ডার ব্যাটার আছে দলে। আমরা আসলে নির্দিষ্ট দিনে ভিন্ন ভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে দেখছি। আজ যাদের খেলিয়েছি, তারা কাজটা করে দিয়েছে। সবাই উন্নতি করে যাচ্ছে।’
সিমন্স আরও বলেন, ‘স্পিনারদের (বিপক্ষে) ভালোই খেলি আমরা। এটা আমাদের শক্তি। আজকে ভালোই করেছি। গতকাল সেভাবে পারিনি, পারলে ভালো হত। আজ যেভাবে চেয়েছি তা করতে পেয়েছি।’
এসএস/টিএ