১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে দুইবার ঠিক ১০০ রানে আউট হয়ে এক অনন্য রেকর্ড গড়লেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। শুক্রবার আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল।


১৯৭ বল মোকাবিলা করে ১২টি চারে সাজানো এই ইনিংস শেষ হয় ঠিক ১০০ রানে। মাইলফলক ছোঁয়ার পরই আউট হয়ে যান তিনি। এর আগে চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একইভাবে ১০০ রান করে আউট হয়েছিলেন রাহুল। ১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ হওয়ার পর থেকে এতদিনে আর কেউ এক বছরে দুইবার ঠিক ১০০ রানে আউট হননি। ফলে রাহুল টেস্ট ইতিহাসে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার।


সামগ্রিকভাবে এটি রাহুলের ক্যারিয়ারে দ্বিতীয়বার, যখন তিনি ১০০ রানে আউট হলেন। এমন কীর্তির অধিকারী হিসেবে তিনি টেস্ট ইতিহাসে সপ্তম ব্যাটার। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সেঞ্চুরির মধ্য দিয়ে রাহুল পেলেন ২০১৬ সালের পর প্রথম হোম সেঞ্চুরি, এবং ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি ভারতের মাটিতে।



দিনের খেলা শেষে রাহুল বলেন, ‘ব্যাটিংটা সত্যিই উপভোগ করেছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা সবসময়ই মজার। ইংল্যান্ডে রান করা আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখানেও সেটার প্রভাব ছিল। দীর্ঘ বিরতির পর ফিরতে পেরে ভালো লাগছে।’তিনি আরও যোগ করেন, “শারীরিকভাবে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং ছিল। গত সপ্তাহে ‘ইন্ডিয়া এ’-র হয়ে যে ম্যাচটা খেলেছি, সেটাও অনেক কঠিন ছিল। তবে সেটি আমাকে রিদম ফিরে পেতে সাহায্য করেছে। মাঠে ফিরতে, দীর্ঘ সময় ব্যাট করতে, ম্যাচের রুটিনে ফিরতে সাহায্য করেছে। ”

তার সেঞ্চুরি উদযাপন নিয়েও কথা বলেন রাহুল, ‘উদযাপনটা ছিল আমার মেয়ের জন্য।’ চলতি বছরই ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রাহুল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১০ ইনিংসে ৫৩২ রান করে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, গড় ছিল ৫৩.২০, যেখানে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি ছিল তার ব্যাটে।

এদিকে আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে ৫ উইকেটে ৪৪৮ রান তুলে দ্বিতীয় দিন শেষে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকররা। তাদের লিড ছিল ২৮৬ রানের। জবাবে আজ ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা। লিডের দেখা পেতেই বাকি ৫ উইকেটে ১৯৭ রান করতে হবে তাদের।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে: বদিউল আলম Oct 04, 2025
img
বিপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় ফরচুন বরিশাল Oct 04, 2025
গান নিয়ে দু-শ্চি-ন্তা-য় কাঙ্গালিনী সুফিয়া Oct 04, 2025
ভারতে ড.ইউনূসের চেহারার মত অসুরের মূর্তি বানানো নিয়ে যা বললেন রিজভী Oct 04, 2025
১ঘন্টা কর্মসূচির পর সচল হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক! Oct 04, 2025
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফায় আগ্রহী হামাস Oct 04, 2025
img
ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী Oct 04, 2025
img
রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় : সালাহউদ্দিন Oct 04, 2025
img
ভারতের কাছে মাত্র আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারল ক্যারিবীয়রা Oct 04, 2025
img
মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২ Oct 04, 2025
img
চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও তুরস্ক Oct 04, 2025
img
শিগগিরই চালু হবে ঢাকা-পাবনা সরাসরি রেল চলাচল: রেল সচিব Oct 04, 2025
img
বিশ্ব বসতি দিবস ৬ অক্টোবর Oct 04, 2025
img
অভ্যুত্থানের পর আন্তরিকতার অভাবে পুলিশি সেবা বন্ধ ছিল : স্বরাষ্ট্র সচিব Oct 04, 2025
img
বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক দেশে ফিরছেন ১০ বছর পর Oct 04, 2025
img
‘দ্য প্যারাডাইস’-এ নানির নতুন নায়িকা কায়দু লোহার! Oct 04, 2025
img
এখন ৯টি নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে : শহিদুল আলম Oct 04, 2025
img
জনগণ ভোট দিতে প্রস্তুত : রিজভী Oct 04, 2025
img
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন: শি জিন পিং Oct 04, 2025
img
বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: ড. ইউনূস Oct 04, 2025