দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ফাইনালের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ট্রফি হস্তান্তর নিয়ে বিতর্ক এখনো থামেনি। এসিসি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, ভারত চাইলে দুবাইয়ের এসিসি অফিস থেকে ট্রফি সংগ্রহ করতে পারে।
সেই ঘোষণার কয়েক দিন পরই খবর এসেছে যে তিনি ‘নৈতিক এবং সাহসী অবস্থান’ দেখানোর জন্য ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কার পাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
পাকিস্তানের দ্য নেশন পত্রিকার খবরে বল হয়েছে, নাকভিকে এই সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছেন সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল।
গুলাম আব্বাস জামাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা শুধু ক্রিকেট নয়, এটি মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের কঠিন সময়ে নাকভির দৃঢ় অবস্থান দেশবাসীর মাথা উঁচু করেছে।
নাকভির পদক্ষেপকে ‘শুধু ক্রিকেটের বিষয় নয়’ বলে মন্তব্য করে জামাল বলেছেন, ‘এটি সম্মান, সার্বভৌমত্ব এবং চাপের কাছে মাথা নত না্ করার বিষয়।’
করাচিতে জমকালো আয়োজনে নাকভিকে এই স্বর্ণপদক দেওয়া হবে।
এজন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি ও সচিব হিসেবে থাকছেন ডিরেক্টর স্পোর্টস, কমিশনার করাচি গুলাম মুহাম্মাদ খান।
প্রধান অতিথি হিসেবে থেকে এই পুরস্কার প্রদান করবেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। তার সময় অনুযায়ী চূড়ান্ত করা হবে পুরস্কার বিতরণের তারিখ।
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল এসিসি সভাপতি নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এরপর ভারতীয় দলকে ট্রফি হস্তান্তর না করে ট্রফি নিয়ে চলে যান নাকভি। এ ঘটনার পর ভারতীয়রা কাল্পনিক ট্রফি হাতে নিয়ে উদযাপন করলেও নাকভি সামাজিকমাধ্যমে পরিষ্কার জানিয়েছেন, ‘আমি কোনো ভুল করিনি, ক্ষমাও চাইনি এবং চাইব না।’
আইকে/টিএ