ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে সিরিজটি। ওয়ানডে দলের নেতৃত্বে নতুন মুখ রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে তরুণ তারকা শুভমান গিলকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।এই বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও রাখা হয়েছে দলে।
চোটের কারণে উইকেটকিপার ঋষভ পন্ত দলে নেই। তার পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ধ্রুব জুরেল। তিনি ব্যাকআপ কিপার হিসেবে থাকবেন কেএল রাহুলের সঙ্গে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেস তারকা জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজটিতে। তবে মোহাম্মদ সিরাজ ফিরেছেন দলে। এর আগে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছিলেন তিনি। পেস আক্রমণে তার সঙ্গে থাকবেন আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা ও হার্ষিত রানা।
মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারতের প্রথম ওয়ানডে সিরিজ এটি। পার্থে প্রথম ম্যাচের পর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর অ্যাডিলেডে ও ২৫ অক্টোবর সিডনিতে।
ভারতের ওয়ানডে দল (অস্ট্রেলিয়া সিরিজ) :
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।