২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। দুই টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে সফরকারীরা। নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর থেকে। প্রথম ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর থেকে। বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট খেলবে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। চোটে না পড়লে দুই টেস্টের সিরিজেই থাকবেন অভিজ্ঞ এই ব্যাটার।
সবকিছু ঠিক থাকলে মিরপুর টেস্টই হবে মুশফিকের শততম টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়বেন তিনি। ৭৩ টেস্ট খেলে তালিকার দুইয়ে আছেন মুমিনুল হক। তিন নম্বরে সাকিব আল হাসান (৭১ টেস্ট) ও চারে আছেন তামিম ইকবাল (৭০ টেস্ট)। তামিম ও সাকিব অবসর নেয়া মুমিনুলের কাছে সুযোগ আছে মুশফিকের পথে হাঁটার।
টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
এবি/টিকে